গরুর খাদ্য পাত্র, দেখুন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক কি বলেন?

গরুর খাদ্য পাত্র

গ্রিষ্মে কিংবা সাধারন তাপমাত্রায় এমন ঘরই গরুর জন্য যথাপোযুক্ত। তবে শিত কিংবা বর্ষায় আবদ্ধ ঘরে গরু রাখা উচিৎ।

এখানে ফিডীং প্রাক্টিস বিষয়ে খেয়াল করুন।

গরুকে আল্লাহ মাথা নিচু করে খাবার খাবে এমন করে সৃষ্টি করেছেন। তার মানে শুধু মাথা নিচু করাই না, পাশাপাশি নিশ্চই প্রাসঙ্গিক সব কিছুই

“আমরা অযথা খাদ্য পাত্র উঁচু করি, এতে তার স্লাইভা/থুতু প্রোডাকশন কম হয় যার কারনে রুমেনের এক্টিভিটিতে প্রভাব পড়ে। সহজভাবে বলতে গেলে খাবার খরচ অনুযায়ি মাংশ উৎপাদন হবে না।”
— মোঃ সাকিবুর রহমান
পিএইচ. ডি. রিসার্স ফেলো, বাকৃবি ময়মনসিংহ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তর।

সুতরাং মাংশ উৎপাদন যদি বাড়াতে চান খাদ্য পাত্র নিচু করে দিন।

এখানে দেখুনঃ

আপনার কৃষি সহায়তা আপনার এলাকাতেই।
কৃষি, মৎস্য চাষ, পোল্ট্রি, গবাদি পশু পালন, এবং পশু পাখির প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত যত তথ্য, জিজ্ঞাসা, কখন কোথায় কি হচ্ছে, কোন ঋতুতে কি ধরনের রোগের প্রাদুর্ভাব, কি কি ধরনের পূর্ব সতর্কতা নিতে হবে প্রভৃতি সকল বিষয়ে আমারা চেষ্টা করব আপনাদের জানাতে। আপনারাও পছন্দ মত বিষয়ে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব স্থানীয় ভাবে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করতে।
আপনাদের একজনের অংশগ্রহণই হয়ত অন্যজনকে সাহায্য করবে কৃষি সফল খামারি হতে।
ধন্যবাদ